উখিয়ায় মাটির নিচে ও জুতার ভিতরে ইয়াবা; আটক ২
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১০ ২০২০, ২০:৫২
কায়সার হামিদ মানিক, স্টাফ রিপোর্টার, কক্সবাজার: মাটির নিচে ও জুতার ভিতর থেকে ২৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বালুখালী বিওপি’র সদস্যরা।
উখিয়ার পালংখালীর বালুখালী পশ্চিমপাড়া গ্রামে একটি ঘর থেকে এসব উদ্ধার করা হয়েছে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২ টার দিকে। মৃত ননাই দাস এর ছেলে মিন্টু দাস (৩৯) ও মৃত মুগ্রেন্দ্র দাস এর ছেলে শিমুল দাস (৩৫) কে আটক করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর পরিচালক আলী হায়দার আজাদ আহমেদ মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আটটায় মেইল বার্তায় এই তথ্য জানিয়েছেন।
বিজিবি জানান, মিন্টু দাস ও শিমুল দাস মিয়ানমার থেকে বার্মিজ ইয়াবা এনে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে রেখেছে; এমন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল বালুখালী পশ্চিমপাড়া এলাকার মিন্টু দাসের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তল্লাশী করে ঘরের ভিতরে মাটির নিচে এবং জুতার ভিতরে অতিকৌশলে লুকানো অবস্থায় ২৪ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।