উখিয়ায় বিদেশী মদ ও নগদ টাকাসহ আটক ১

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ১৩ ২০২০, ২৩:২০

কায়সার হামিদ মানিক, স্টাফ রিপোর্টার, কক্সবাজার।

র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব-১৫ এর সদস্যরা উখিয়ায় অভিযান চালিয়ে বিক্রয়ের জন্য মজুদ করা ২৩ বোতল বিদেশী মদসহ একজনকে আটক করেছে।

সূত্র জানায়, ১৩ সেপ্টেম্বর সকাল ১১টারদিকে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মরিচ্যা লাল ব্রীজের উত্তর পাশে মরহুম ফেরদৌস চেয়ারম্যানের বাড়ির সামনে পাকাঁ রাস্তায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১টি বস্তাসহ পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে পশ্চিম পাগলির বিলের মৃত জাগের হোছনের পুত্র নুরুল ইসলাম (৩৪) কে আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে তার সাথে থাকা বস্তা তল্লাশী করে ২৩টি বিদেশী ম্যান্ডেলা রামের বোতল ও মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা পাওয়া যায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃত আসামীকে রামু থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।