উখিয়ায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
একুশে জার্নাল ডটকম
জুন ২৫ ২০২০, ১৮:০৫
কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার;
উখিয়ায় করোনা উপসর্গ নিয়ে জয়নাল আবেদীন-(৩০)নামের এক যুবকের মৃত্যু হয়েছে।সে উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়া গ্রামের আবুল বশরের ছেলে। গত বুধবার রাতে মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানিয়েছেন গত বুধবার জয়নাল আবেদীন কে প্রথমে পালংখালীর গয়ালমারা এম এস এফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় উখিযার কুতুপালং এম এফ এফ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
ইতিমধ্যে হাসপাতাল কতৃপক্ষ তার নমুনা সংগ্রহ করেছেন।এ ব্যাপারে উখিয়ার পালংখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দীন চৌধুরী বলেন, ডায়রিয়া আক্রান্ত হয়ে সে মৃত্যু বরন করেছেন।