উখিয়ার জালিয়াপালংয়ে নুরুল আমিন চৌধুরীর ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১২ ২০২০, ১৯:১০
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোরাভাইরাস থেকে রক্ষা পেতে প্রশাসনের নির্দেশ অনুযায়ী সবাইকে ঘরে থাকার আহবানের ফলে সারাদেশের মতো উখিয়ায় দোকানপাট, যানচলা চল বন্ধ থাকায় খেটে খাওয়া মানুষ গুলো কর্মহীন হয়ে পড়ায় তাদের পরিবারে নেমে এসেছে দূর্ভোগ।এমতাবস্থায় সরকারি ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সারাদেশের মতো উখিয়া উপজেলা প্রশাসনের সহযোগীতায় জালিয়াপালং ইউনিয়নে করোনায় লকডাউনের শুরু থেকেই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী লকডাউনের শুরু থেকেই কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের পাশেই আছেন।
সরকারি ত্রাণ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে রবিবার জালিয়াপালংয়ের ১,২ ও ৩নং ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান,আমার ইউনিয়নের খেঁটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত আছে এবং যতদিন লকডাউন থাকবে ততদিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী ও সহকারী কমিশনার(ভুমি) আমিমুল ইসলাম এহেসান স্ব শরীরে উপস্থিত থেকে জালিয়াপালংয়ে বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।