ঈদ বোনাস পেয়েছেন ফারমিছ গার্ডেনের কর্মীরা
একুশে জার্নাল
মে ২০ ২০২০, ২১:৫২

আহমদ মালিক, ওসমানীনগর প্রতিনিধি: সিলেট নগরীর মিরেরময়দানস্থ ফারমিছ গার্ডেন হোটেল এবং রেস্টুরেন্টের কর্মীদের পবিত্র ঈদুল ফিতরের বোনাস দিয়েছেন ফারমিছ গার্ডেনের চেয়ারম্যান ফারমিছ আক্তার।
বুধবার (২০ মে) ফারমিছ গার্ডেনের এম ডি রাফেজুল হক এই দুই প্রতিষ্ঠানের ২৬ জন স্টাফকে ঈদ বোনাস দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। স্টাফদের বিকাশ নাম্বারে তাদের ঈদ বোনাস পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ফারমিছ গার্ডেন সূত্রে জানা যায়, করোনা প্রাদুর্ভাব ঠেকাতে গত ২৩ মার্চ পুরো মাসের বেতন দিয়ে হোটেল এবং রেস্টুরেন্ট বন্ধ করা হয়েছে। পরবর্তীতে কল করে রেস্টুরেন্টের স্টাফদের খোঁজ খবর নিয়েছেন। এসময় যাদের প্রয়োজন তাদেরকে বাজার করে দিয়েছেন।
ফারমিছ গার্ডেন হোটেলের ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ হুমায়ূন আহমেদ বলেন, হোটেল বন্ধ থাকার পরও আমাদের চেয়ারম্যান ম্যাডাম ও এমডি স্যার বিকাশে আমাদের ঈদ বোনাস পাঠিয়েছেন। এই বোনাস পেয়ে আমরা সকল স্টাফরা অনেক খুশি হয়েছি।
এ ব্যাপারে ফারমিছ গার্ডেনের চেয়ারম্যান ফারমিছ আক্তার বলেন, তারা সবাই আমার পরিবারের একটা অংশ। তারা আমার সাথে ছিল সবসময়। ওদের কথা চিন্তা না করলে আমার ঈদ হবে কিভাবে। ঈদের খুশি পূর্ণতা পায় ভাগাভাগির মাধ্যমে। তাই আমি আমার ঈদের খুশি তাদের সাথে ভাগ করে নিলাম।