ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে করোনা আক্রান্ত নাদেল, সংস্পর্শে থাকা সবাইকে বাসায় থাকার আহ্বান
একুশে জার্নাল
মে ২২ ২০২০, ২২:০৩
দুই দিন পুর্বে সিলেটের ওসমানীনগরে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করোনায় আক্রান্ত শফিউল আলম চৌধুরী নাদেল। এতে উপস্থিত অনেকেই তার সংস্পর্শে আসেন।
গত বুধবার (২০ মে) দুপুরে সিলেটের ওসমানীনগরে শহীদ মুক্তিযোদ্ধা নায়েক নুরুল হক খাঁন ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাব সাংবাদিকদের ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তার সংস্পর্শে থাকা সবাইকে বাসায় থাকার অনুরোধ জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, কিছুক্ষণ আগে ফোনে তার সাথে আমার কথা হয়েছে। সে বাসায় আছে এবং সুস্থ আছে। গত কয়েকদিন যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদেরকে বাসায় থাকার অনুরোধ জানাচ্ছি এবং কোন শারিরীক সমস্যা অনুভব করলে আমার সাথে কিংবা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।
তিনি আরো বলেন, কেউ মানসিকভাবে ভেঙে পড়বেন না, যেকোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি। প্রিয় নাদেলের দ্রুত করোনা মুক্তির জন্য সকলের দোয়া কামনা করছি।
সেই অনুষ্ঠানে আফরোজ উল হকের সভাপতিত্বে এবং জুবায়ের আহমদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদাল মিয়া, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুগ্ম সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, আওয়ামী লীগ নেতা শাহজামাল আহমদ, দয়ামীর ইউপি যুবলীগের সভাপতি জাহির আহমদ মোহন প্রমুখ।
তার করোনায় শনাক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ওসমানীনগরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।