ঈদে মিলাদুন্নবী ও ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে ইজফা’র আলোচনা সভা ও মিলাদ মাহফিল
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ৩১ ২০২০, ১৮:১৭
বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: বিশ্বনবী হযরত মুহাম্মদ(সাঃ) এর জন্মদিন ১২ ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) ও ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এবং পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ এর জীবন ও কর্মের উপরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর শুক্রবার ১ম পর্বে সকাল ১০ থেকে দুপুর ১২ পর্যন্ত সাধারন জ্ঞান ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ২য় পর্বে বিকেল ৩ টা থেকে রাত ৭:৩ পর্যন্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়েছে।
ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক,মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে ও সদস্য সচিব এম.এ সুফিয়ান ওরফে মোহাম্মদ হুসাইন এর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,মীর সিদ্দিকুর রহমান,জি.এম(অব:) রাজশাহী সুগার মিল ও সহ-সভাপতি ইজফা কেন্দ্রীয় নির্বাহী কমিটি বগুড়া।বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, আ.জ.ম.মনিরুল ইসলাম,সহযোগী অধ্যাপক (রসায়ন বিভাগ) রাজশাহী সরকারি কলেজ ও প্রধান উপদেষ্টা ইজফা চাঁপাইনবাবগঞ্জ শাখা, মোঃকামরুজ্জামান, অধ্যাপক(অব:)বিভাগীয় প্রধান (উদ্ভিদ বিদ্যা বিভাগ) রাজশাহী সরকারি কলেজ,মাওলানা আব্দুল্লাহ হোসাইনী,পি এইচ ডি গবেষক (তফসির বিভাগ)আল মোস্তফা সাঃ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইরান, এবং প্রতিষ্ঠাতা পরিচালক পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র আরামবাগ,চাঁপাইনবাবগঞ্জ সহ প্রমুখ।
উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আলোচকবৃন্দ এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।