ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাচ্ছেন আল্লামা আহমদ শফী

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১৮ ২০১৮, ১৫:৩৪

হাবীব আনওয়ার: আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহা পরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদের আমির,শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী পবিত্র” ঈদুল আযহা’র ছুটি উপলক্ষে উম্মুল মাদারিস দারুল উলুম হাটহাজারী থেকে আজ নিজ গ্রামের বাড়ী রাঙ্গুনিয়াতে গেলেন ৷

আজ শনিবার (১৮আগস্ট)সকালে তিনি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হোন।এসময় জামিয়ার ছাত্র-শিক্ষকগণ হযরতকে বিদায় জানান। সাথে ছিলেন হযরতের ব্যক্তিগত খাদেম মাওলানা শফি।

উল্লেখ্য: আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী ১৯২০ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাখিয়ারটিলা গ্রামে জন্ম গ্রহন করেন।

শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফি ১৪০৭ হিজরি মোতাবেক ১৯৮৬ ইংরেজী থেকে হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।
বর্তমানে মহাপরিচালকের পাশাপাশি শায়খুল হাদিসের দায়িত্বও তিনি পালন করছেন।
এছাড়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়্যা(বেফাকে’র) চেয়ারম্যান ও অনসৈলামিক কর্মকাণ্ডবন্ধ ও ইসলামী প্রচারণার জন্য প্রতিষ্ঠিত হেফাজত ইসলাম বাংলাদেশের আমির হিসাবে দায়িত্ব পালন করছেন আল্লামা শাহ আহমাদ শফি।