ই-ষ্টাডি ইনষ্টিটিউট এর career vs 2019 কর্মশালায় ৫০,০০০ টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি প্রদান

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৯ ২০১৯, ২১:২৮

 

ইমাম হোসাইন কুতুবী

এগিয়ে আছেন, নাকি পিছিয়ে যাচ্ছেন? এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রাঙ্গামাটি সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থীদের নিয়ে Career Vs 2019 নামক একটি শিক্ষামূলক কর্মশালা সম্পন্ন করেছে ই-ষ্টাডি ইনষ্টিটিউট (একটি ব্যতিক্রমধর্মী ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান) ও স্বেচ্ছাসেবী ও সামাজিক সচেতনতা মূলক সংগঠন, স্বপ্নবুনন বাংলাদেশ।

এই কর্মশালায় ই-ষ্টাডি ইনষ্টিটিউট ৫০,০০০ টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি প্রদান করেন। উক্ত সেমিনারে বিভিন্ন বিষয়ে কর্মশালা পরিচালনা করেন ঢাকা ও চট্টগ্রাম হতে আগত বিভিন্ন প্রশিক্ষকগন। এতে ইংরেজী বিষয়ক কর্মশালা পরিচালানা করেন ১০ মিনিট স্কুল এর শিক্ষক এবং ইউরোপিয়ান গ্রামার স্কুল, চট্টগ্রাম এর ইংরেজী বিভাগীয় প্রধান মোহাম্মদ আজিজুল কাদের ও ইংলিশ ল্যাংগুয়েজ স্পেশিয়ালিস্ট মোঃ নজরুল ইসলাম এবং উচ্চ শিক্ষা ও মাইগ্রেশন এর উপর কর্মশালা পরিচালনা করেন, মাইগ্রেশন কনসালটেন্ট মোঃ জসিম উদ্দিন। আর্ন্তজাতিক ভাষা সমূহের উপর কর্মশালা পরিচালনা করেন, ল্যাংগুয়েজ কনসালটেন্ট মোঃ আমিন উল্লাহ। এতে বিভিন্ন পেশার উপর ক্যারিয়ার গড়ার পদ্ধতি নিয়ে আলোচনা করেন, রাঙ্গামাটি জেলা জর্জ কোর্টের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এ এন এম মোর্শেদ খান। ডিজি এফ আই , রাঙ্গামাটি জেলা ডেট কমান্ডার কর্ণেল শামসুল আলম।রাঙ্গামাটি জেলা পুলিশের, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) ছুফি উল্লাহ,রাঙ্গামাটি সরকারী কলেজের অর্থনীতি বিভাগীয় প্রধান মো: মনোয়ারুল কবির, দৈনিক পার্বত্য চট্টগ্রাম এর সম্পাদক ফজলে এলাহী এবং গর্বা রেষ্টুরেন্ট এর সি ই ও বাদশা ফয়সাল। এতে রোবটিক্স ও কম্পিউটার নলেজ নিয়ে সেশন পরিচালনা করেন প্ল্যানেটার লিমিটেড এর এডুকেশন এন্ড আউট রিচ কো-অর্ডিনেটর সাজিদ বিন জাহিদ। কর্মশালার সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী, ব্রেইন ওয়্যার ইউনিভার্সিটি (কলাকাতা, ইন্ডিয়া) এর কনসালটেন্ট ও ই-ষ্টাডি ইনষ্টিটিউট এর চেয়্যারম্যান অ্যাডভোকেট এম এ কে পারভেজ তালুকদার। বক্তারা এ সময় ই-স্টাডি ইনষ্টিটিউট এর এই উদ্যোগ এর প্রশংসা করেন এবং এই ধরনের দক্ষতামূলক শিক্ষামূলক কর্মশালা আরো হওয়ার প্রত্যাশা করেন । ও ই-ষ্টাডি ইনষ্টিটিউট এর চেয়্যারম্যান অ্যাডভোকেট এম এ কে পারভেজ তালুকদার বলেন রাঙ্গামাটির শিক্ষার্থীদের কল্যাণে এই ধরনের ব্যতিক্রমধর্মী দক্ষতামূলক শিক্ষা প্রতিষ্ঠান করার বহুদিনের স্বপ্ন ছিলো ,যাতে করে রাঙ্গামাটি জেলার শিক্ষার্থীদের দক্ষতামূলক শিক্ষা অর্জনের জন্য রাঙ্গামাটির বাইরে যেতে না হয় ।আমার এই স্বপ্ন ই- স্টাডি ইনষ্টিটিউট এর মাধ্যমে বাস্তবায়ন এর রূপরেখা পেলো ।এখন শিক্ষার্থীগণ অত্যাধুনিক মানের ইংরেজি শিক্ষা,বি সি এস প্রস্তুতি ,এডমিশন ,উচ্চ শিক্ষা প্রস্তুতি,ভাষা দক্ষতামূলক প্রস্তুতি ,কারিগরি শিক্ষা , চাকুরি প্রস্তুতি সাথে জড়িত সকল দক্ষতামূলক শিক্ষা ই-স্টাডি ইনষ্টিটিউট এর মাধ্যমে নিজেদের শহরে পাবে । এ সময় তিনি এই উদ্দোগ্যে বাস্তবায়নে সহযোগীতা করার জন্য স্বপ্নবুনন বাংলাদেশ ও ইভেন্ট প্ল্যানার ইভেন্টো কে ধন্যবাদ জানান ।