ইসির সঙ্গে বৈঠকে বিকল্পধারা

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৬ ২০১৮, ১১:১৮

তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন বিকল্পধারার বাংলাদেশ।

মঙ্গলবার বিকাল ৪টায় বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠকে বসেন।

বৈঠকে প্রতিনিধিদলে উপস্থিত আছেন বাংলাদেশ ন্যাপের চেয়ারমান জেবেল রহমান গানি, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন, মযহারুল হক শাহ চৌধুরী, ইউনাইটেড মাইনরিটি ফ্রন্টের সভাপতি দীলিপ কুমার দাস, বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক ও বিকল্পধারার সহসভপতি প্যানেলের সদস্য মাহমুদা চৌধুরী।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করে মঙ্গলবার সকালে একটি চিঠি পাঠিয়েছিলেন বিকল্পধারার মহাসচিব আব্দুল মান্নান।

চিঠিতে বলা হয়, আগামী সাধারণ নির্বাচন প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের একটি প্রতিনিধিদল আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী।

চিঠিতে আরও বলা হয়, যেহেতু সময় সংক্ষিপ্ত, সেহেতু ন্যূনতম সময়ে প্রয়োজনীয় সাক্ষাতের সময় (আগামী ৯ নভেম্বরের মধ্যে) দিলে বাধিত হব।

এর আগে সোমবার বিএনপিকে নিয়ে কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন।