ইসলামী ব্যাংক হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ১৭ ২০১৯, ১৯:৫৪

হাইকোর্টের নির্দেশনা অমান্য করে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছে বেসরকারি ইসলামী ব্যাংক হাসপাতাল। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার রাজধানীর গ্রিন রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ডায়াপার ও কসমেটিক্স বিক্রির অপরাধে বেস্ট ওয়ান ফার্মাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে কারওয়ানবাজারে মূল্যতালিকা না থাকা ও ওজনে কারচুপির অভিযোগে ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক আফরোজা রহমান, মাসুম আরেফিন ও আবদুল জব্বার মণ্ডল।

তদারককালে সার্বিক সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।