ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের সংগ্রাম: আফগান স্বরাষ্ট্রমন্ত্রী
একুশে জার্নাল ডটকম
মার্চ ০৬ ২০২২, ১৩:১৩
ইসলামী ইমারাত আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং হক্কানী নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হক্কানী বলেছেন, আমাদের সংগ্রাম এবং একমাত্র ইচ্ছা ছিল ইসলামি ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
শনিবার (৫ মার্চ) প্রথমবারের মতো জনসম্মুখে উপস্থিত হন এবং সমাবেশে ভাষণ দেন সিরাজুদ্দিন হক্কানী।
আফগান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা বাহিনীর উচিত হবে না লোকজনের জন্য সমস্যা সৃষ্টি করা। কোনো জটিলতা দেখা গেলে প্রবীণ ও আলেমদের সহায়তা নেওয়া উচিত।
আফগান স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের দেশ কারো প্রতি হুমকি হবে না। দোহায় দেওয়া প্রতিশ্রুতিগুলো সমুন্নত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ ইসলামী ইমারাত।
তিনি দেশ থেকে চলে যাওয়া আফগানদের ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, সাধারণ ক্ষমার আওতায় কেউ কোনো ধরনের নিরাপত্তাগত সমস্যার মুখে পড়বে না।
তিনি কাবুল এবং অন্যান্য শহরে পুলিশ অফিসারদের নাগরিকদের সাথে নম্র আচরণ করার নির্দেশ দেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তালেবানের যুদ্ধের সময়, মার্কিন যুক্তরাষ্ট্র সিরাজুদ্দিন হক্কানীকে একজন মোস্ট ওয়ান্টেড ব্যক্তি হিসাবে ঘোষণা করেছিল। তাকে ধরার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিলো।
সিরাজুদ্দিন হক্কানী এখনও যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন।