ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার বালাগঞ্জ উপজেলা পুনর্গঠন সম্পন্ন
একুশে জার্নাল
নভেম্বর ০৩ ২০২৪, ২৩:৫৮
সভাপতি:গোলাম কিবরিয়া ও সেক্রেটারি আবু সুফিয়ান
একুশে জার্নাল ডেস্ক: আজ ০৩ নভেম্বর ‘২৪’ রোজ রবিবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার আওতাধীন বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রহমান ।
সমাবেশে ২০২৪-২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন গোলাম কিবরিয়া , সেক্রেটারি মনোনীত হন আবু সুফিয়ান ।
নব-নির্বাচিত সভাপতি গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে ও আবু জাকের এর পরিচালনায় অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা সেক্রেটারি নাসিম আহমদ সোহাগ ।