ইসলামী ঐক্যজোট:অতীত বর্তমান
একুশে জার্নাল
নভেম্বর ০৭ ২০১৮, ১৭:১১
আবির আবরার: বাংলাদেশে ইসলামী রাজনীতির ইতিহাসে ইসলামী ঐক্যজোট একটি উল্লেখযোগ্য নাম ৷ ২০০১ এর নির্বাচনে চারদলীয় জোটের একটি ছিল এ দলটি ৷ এ নির্বাচনে জয়লাভের পেছনে ইসলামী ঐক্যজোটের অবদান ছিল অপরিসীম ৷ আলেম সমাজ ও ধর্মপ্রাণ জনতার অধিকাংশই ধানের শীষে ভোট প্রদান করে এই ইসলামী ঐক্যজোটের কারণে ৷ কিন্তু দলটির ক্ষমতায় আসার পরবর্তী ইতিহাস খুব সুখকর নয় ৷
নব্বইয়ের দশকে ৬টি ইসলামী দল নিয়ে যে ইসলামী ঐক্যজোট গঠিত হয়েছিল তা ভেঙ্গে আজ চৌচির। দুুই যুগধরে দফায় দফায় এ ঐক্যজোটের ভাঙ্গনই হয়েছে শুধু ৷
ইসলামী ঐক্যজোট মোট চার অংশে বিভক্ত:
১ম অংশের সভাপতি ছিলেন শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. ও মহাসচিব এম আব্দুল মতি। এটির কার্যক্রম এখন বন্ধ।
২য় অংশের সভাপতি মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী ও মহাসচিব হাফেজ জাকারিয়া। এটিও এখন নিষ্ক্রিয়।
৩য় অংশের সভাপতি মিসবাহুর রহমান চৌধুরী ও মহাসচিব মাওলানা মুহীউদ্দীন খান রহ. এর জামাতা নুরুল ইসলাম খান। এটি এখন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে আছে।
কিছুদিন পর এ অংশের মহাসচিব নুরুল ইসলাম খান সরে গিয়ে ‘ইউনাইটেড ইসলামিক পার্টি’ নামে নামসর্বস্ব নতুল একটি দল গঠন করেন। সেই হিসেবে এটি ইসলামী ঐক্যজোটের ৪র্থ অংশ ৷
৫ম অংশের সভাপতি মাওলানা আব্দুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।
তবে ২০১৫ সালে এ অংশ বিএনপির সঙ্গ ত্যাগ করলে এ অংশের তৎকালীন ভাইস চেয়ারম্যান ও নেজামী ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রাকিব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে গিয়ে নিজেকে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান দাবি করেন এবং তারা বের হননি বলে দাবি করেন। সে হিসেবে এটি ৬ষ্ঠ অংশ ৷
তবে আব্দুল লতিফ নেজামী-মুফতী ফয়জুল্লাহ নিয়ন্ত্রণাধীন ঐক্যজোটই এখন নামকা ওয়াস্তে টিকে থাকলেও আদর্শ বিসর্জন দেওয়ায় চরম ইমেজ সংকটে পড়েছে।
প্রশ্ন থেকে যায়, এটি এখন জোট না দল? নির্বাচন কমিশনে দল হিসেবে নিবন্ধিত হওয়ায় আমরা দল বলতে বাধ্য ৷ তবে নাম ঠিকই ঐক্যজোট ৷
ইসলামপন্থীদের মধ্যে অনৈক্যের যে অভিযোগ তা আমাদের চোখের সামনেই ৷ আমরা কি সত্যিকারার্থেই এক হতে পারব না? এক নেতার অধীনে থেকে ধীরে ধীরে ইসলামকে বিজয়ী করার স্বপ্ন কি আমাদের স্বপ্নই থেকে যাবে?