ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২৮ ২০১৯, ০১:০২

অদ্য ২১রমজান, ১৪৪০ হিজরী, ২৭মে ২০১৯ইংরেজি রোজ সোমবার বনরুপাস্থ অভিজাত রেস্টুরেন্ট রেইনবোতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা জয়েন্ট সেক্রেটারী মুহাঃ মাওলানা নজরুল ইসলাম ও ইশা ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমাম হোসাইন এর যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সভাপতি আলহাজ্ব জসিম উদ্দীন ।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মুফতী দেলোয়ার হোসেন সাকী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সারা বিশ্বে মুসলিম জাতির অধঃপতন হওয়ার কারণ হলো সমাজে কুরআন আইন প্রতিষ্ঠা না থাকা।
তিনি আরো বলেন রমজান মাস পবিত্র কুরআন নাযিলের মাস, এমাসে আমাদের শপথ নিতে হবে কুরআনের প্রতিষ্ঠার জন্য।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সহ সভপতি মাওলানা মাজহারুল ইসলাম,জেলা সেক্রেটারী মাওলানা নুর হোসেন,ইসলামী শ্রমিক আন্দোলন রাঙ্গামাটি জেলা সভাপতি মুহা. নাসির হোসেন, ইসলামী যুব আন্দোলন রাঙ্গামাটি জেলা সভাপতি ইসমাঈল হোসেন,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলা সভাপতি মুহা.ওমর ফারুক, সহ
শিক্ষাবিদ, সাংবাদিক, বিভিন্ন সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ থানা শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।