ইসলামী আন্দোলন ওমানস্থ সোহার মহানগর শাখার সদস্য তারবিয়্যত অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
জুলাই ১৩ ২০১৯, ২৩:৪১

ইবনে সালেহ, সালতানাত ওমান থেকেঃ- ইসলামী অান্দোলন বাংলাদেশ ওমানস্থ সোহার মহানগর শাখার উদ্যোগে ওমান কেন্দ্র ঘোষিত সদস্য তারবিয়াত সম্মেলন শাখা সভাপতি রাজনীতিবিদ ও সমাজকর্মী মাওলানা মুহাম্মদ তৈয়্যব এর সভাপতিত্বে এবং মাওলানা নিয়ামতুল্লাহর সঞ্চালনায় সোহার ন্যাশনাল ব্যাংক সংলগ্ন মসজিদে ১১ জুলাই বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
অান্দোলনের সোহার মহানগর অধীনস্থ বিভিন্ন শাখা থেকে অাগত সদস্যদের ব্যাপক উপস্থিতিতে সম্পন্ন উক্ত তারবিয়াত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী অান্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী মাওলানা মিজান রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর হোসেন মিরু, মহানগর শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মুছা, মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা এনামুল হক প্রমূখ।