ইসলামিক ফাউণ্ডেশন গোলাপগঞ্জের উদ্যোগে মউশিক শিক্ষকদের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১২ ২০২০, ১৪:৫৬
ইসলামিক ফাউন্ডেশন গোপালগন্জ জেলা কার্যালয়ের-এর উদ্যোগে মউশিক শিক্ষক-শিক্ষিকা ও ইমামদের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
গোপালগঞ্জ জেলার শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয়ের আন্তরিক সহযোগিতায় ইউএনও মহোদয়ের তত্বাবধায়নে এবং ইসলামিক ফাউন্ডেশন গোপালগঞ্জ এর উপ-পরিচালক মহোদয়ের প্রচেষ্টায় গোপালগঞ্জ জেলার সকল গণশিক্ষা কেন্দ্রের সম্মানিত ইমাম ও শিক্ষক -শিক্ষিকাদের জন্য বরাদ্দকৃত ২০ কেজি চাউল ত্রাণ সহায়তা স্ব স্ব স্থানে পৌঁছে দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে সসম্মানিত এক ইমাম ও শিক্ষক বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের সম্মানিত ইমাম ও শিক্ষক-শিক্ষিকাগণ ২০ কেজি করে চাউল পেয়ে তারা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন ও গোপালগন্জের জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশন গোপালগন্জ জেলার উপ পরিচালক, ইউএনও, এফএস স্যারদের প্রতি আমরা কৃতজ্ঞ তবে প্রায় দীর্ঘ চার মাস ধরে বেতন (সম্মানী) না পাওয়ায় আমরা এবং দারুল আরকাম মাদরাসার সম্মানিত শিক্ষকগণ হতাশায়, কষ্টে দিনযাপন করছি।
তিনি আরো বলেন, আমরা যারা মধ্যবিত্ত পরিবারের রয়েছি তারা এই বর্তমান পরিস্থিতিতে না পারি সইতে আবার সম্মানের কথা ভেবে না পারি কিছু কারো কাছে চাইতে !
তাই পূর্বের ন্যায় তারা তাদের মাসিক বেতন (সম্মানী) দ্রুত চালুকরণে তথা মউশিক প্রকল্প পাশ হওয়ার জন্য প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন।