ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনী সাংবাদিক নিহত
একুশে জার্নাল
এপ্রিল ০৭ ২০১৮, ০৯:৪১
একুশে জার্নাল ডেস্ক: গতকাল গাজা উপত্যকায় ইয়াসির মুর্তাজা (৩০) নামের এক সংবাদকর্মী ইসরায়েলী সেনাদের গুলিতে নিহত হয়েছেন। গত ৩০ মার্চ থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৩১ এ দাড়িয়েছে।
নিহত ইয়াসির মুর্তাজা ছিলেন ফিলিস্তিনী সংবাদ মাধ্যম ‘এইন এজেন্সি’র একজন ফটোগ্রাপার। চলমান আন্দোলনের ছবি সংগ্রহ করতে গিয়ে তিনি পেটে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
সংবাদকর্মী হিসেবে গায়ে ব্লু জাকেটে বড় করে “প্রেস” লেখা ছিলো। তারপরও ইসরায়েলী সেনারা সংবাদকর্মীকে গুলি করে হত্যা করে।
সহকর্মী আরেক সংবাদকর্মী বলেনে, মুর্তাজা আমার পাশেই ছবি তুলছিলেন। হঠাৎ দেখতে পাই তিনি “আমি গুলিবিদ্ধ আমি.. গুলিবিদ্ধ..” বলে মাঠিতে লুটিয়ে পড়েন।
এদিকে ‘ফিলিস্তিনী সংবাদ ইউনিয়ন’ জানায়, আরো সাতজন সাংবাদিক আহত হয়েছেন গতকাল শুক্রবারে।
তারা সংবাদকর্মী নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের পক্ষ থেকে দ্রুত ব্যাবস্থা নেয়ার আহবান জানান।