ইসরায়েলি বর্বরতায় নিহত ১৭ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর
একুশে জার্নাল ডটকম
জুলাই ০৪ ২০২২, ১৩:৩০
ইসরায়েলি বর্বরতার শিকার হলো ১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি। রোববার (৩ জুলাই) ইহুদি সেনাদের ছোঁড়া গুলিতে প্রাণ হারায় ঐ কিশোর। খবর আলজাজিরার।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, জেনিন প্রদেশে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালাচ্ছিলো ইহুদি সেনাবাহিনী। এসময় এলোপাতাড়ি ছোঁড়া গুলিতে আহত হন কামেল আলাওনেহ। তার পাকস্থলি এবং হাতে গুলি লাগে। দ্রুত ঐ কিশোরকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ইসরায়েলের অভিযোগ, সেনা সদস্যদের লক্ষ্য করে মোলোটভ ককটেল মারে ঐ কিশোর। সেটি প্রতিহতেই ফাঁকা গুলি ছোঁড়া হয়। চলতি বছর, ইসরায়েলের আগ্রাসনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৯ ফিলিস্তিনি। যারমাঝে অন্যতম আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ।