ইসরায়েলের তাণ্ডব থেকে রেহাই পাচ্ছে না গাজার মসজিদ-হাসপাতাল
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ০৫ ২০২৪, ১১:১৯
গাজা জুড়েই তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না হাসপাতাল, আশ্রয়কেন্দ্র, মসজিদ। মধ্যাঞ্চলীয় গাজা সিটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইহুদি বাহিনী। আল শিফা হাসপাতাল ঘিরে চালানো হয় বর্বরতা।
অভিযানে টার্গেট করা হয় আশ্রয়কেন্দ্র ও মসজিদ-ও। কমপক্ষে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের মাঝে চলছে অনুসন্ধান ও উদ্ধারকাজ। দেইর আল বালাহতে একাধিক আবাসিক ভবনে হয়েছে হামলা।
আক্রান্ত হয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট এর কার্যালয়ও। খান ইউনিসে ইউরোপীয় হাসপাতাল ঘিরেও অব্যাহত রয়েছে তাণ্ডব।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে মোট প্রাণহানি প্রায় সাড়ে ২৭ হাজার।