ইসরাইলেরও বসতভূমির অধিকার আছে- সৌদী প্রিন্স

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৩ ২০১৮, ১৩:৫০

একুশে জার্নাল ডেস্ক:
সৌদী আরবের প্রিন্স মুহাম্মদ বিন সালমান সম্প্রতি বলেছেন ফিলিস্তিনের যেমন বাসস্থানের জন্য ভূমির অধিকার রয়েছে তেমনি ইসরাইলেরও অধিকার আছে তাদের বাসস্থানের জন্য জমি থাকার।
সম্প্রতি ইসরাইলী সেনা বাহিনী গাজা উপত্যকায় প্রায় পনেরো জন্য ফিলিস্তিনী আন্দোলনকারী হত্যার পরিপ্রেক্ষিতে এক মিডিয়া সাক্ষাৎকারে প্রিন্স একথা বলেন।

যদিও ইসরাইলের সাথে সৌদী আরবের বাহ্যিক রাষ্টিয় সম্পর্ক নেই কিন্তু কয়েক বছর ধরে আড়ালে চলছে দু’দেশের মাঝে সম্পর্ক স্থাপনের চেষ্টা। বিশেষ করে যুবরাজ মুহাম্মদ বিন সালমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসার পর থেকেই ইসরাইলের সাথে সৌদী আরবের সম্পর্ক দিনদিন ঘনিষ্ট হতে দেখা যাচ্ছে।
কারন এই দু’দেশই ইরানকে তাদের বহিরাগত সমস্যা মনে করছে।
সুত্র: মিডল ইস্ট আই