ইশা ছাত্র আন্দোলন ফটিকছড়ি উপজেলা সম্মেলন সম্পন্ন
একুশে জার্নাল
মার্চ ১৪ ২০১৯, ০৯:৪৫

ফটিকছড়ি সিটি সেন্টার উপজেলা আই.এ.বি. মিলায়তনে ইশা ছাত্র আন্দোলন ফটিকছড়ি শাখার উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয় উপজেলা সভাপতি সাইফুল্লাহ’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক জুবাইর মারুফ এর সঞ্চলনায়।
এতে বক্তারা বলেন ইশা ছাত্র আন্দোলনকে ফটিকছড়িতে একটি মডেল হিসেবে দেখতে চাই, ছাত্ররাই আগামীর ভবিষ্যত, বক্তারা আরো বলেন ইশা ছাত্র আন্দোলনে প্রতিটি ইউনিয়নে প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে কাজ চালিয়ে যেতে হবে, এতে সার্বিক সহযোগিতা করে যাবেন তারা। প্রধান অতিথি বলেন ইশা ছাত্র আন্দোলন একটি নববী আদর্শীয় সংগঠন, তাদের পথচলায় সাহাবাদের অনুসরণ করে থাকে,বাংলাদেশে ছাত্রলীগ, ছাত্রদলের মত ইশা ছাত্র আন্দোলন নয়, এই সংগঠনটি আদর্শিকভাবে সবচেয়ে এগিয়ে আাছেন।
এতে প্রধান অতিথি ছিলেন আই.এ.বি. উত্তর জেলা সভাপতি মাওলানা আতিকুল্ললাহ বাবুনগরী,বিশেষ অতিথি ছিলেন আই.এ.বি. উপজেলা সভাপতি মাওলানা সালাউদ্দীন দৌলতপুরী, প্রধান বক্তা ছিলেন ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি শাহাদাত হোসাইন আমিনী, উপজেলা সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আই.এ.বি. আল খাদরা ওমান শাখার সহ-সভাপতি মাওলা সরওয়ার কামাল, আই.এ.বি. ভুজপুর শাখার সভাপতি মাওলানা খালেদ সুলতানী,উপজেলা সেক্রেটারী মাওলানা কবি আলি আকবর, ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা সাবেক সভাপতি মোরশেদ কারিমী, সাবেক অর্থ-সম্পাদক মাওলানা আইয়ুব আনছারী, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারী এম.ওমর ফারুক আজাদ,ও উপজেলা আহ্বায়ক ইব্রাহিম খলিল, এতে আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র ফটিকছড়ি উপজেলা শাখা ইয়নিয়ন শাখা ও মাদ্রাসা শাখার নেতৃবৃন্দরা।