ইশা ছাত্র আন্দোলন নগর দক্ষিনের মজলিশে শূরার ষান্মাসিক অধিবেশন ও কমিটি নবায়ন সম্পন্ন।
একুশে জার্নাল
জুলাই ৩০ ২০১৯, ২২:৫৮
একুশে জার্নালঃ
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ এর মজলিসে শূরার ষান্মাসিক অধিবেশন সম্পন্ন হয়েছে। আজ ৩০শে জুলাই দুপুর ২ঘটিকায় শাহবাগস্থ নগর অস্থায়ী কার্যালয়ে, নগর সভাপতি মু আল আমিন সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইন নূর এর সঞ্চালনায় উক্ত শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে মজলিশে শূরার সদস্যগণ সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা ও পরামর্শ প্রদান করেন।
শূরা অধিবেশন শেষে ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ এর ২০১৯ সেশনের মজলিসে আমেলা ও মজলিসে শূরা কমিটি নবায়ন করা হয়।
নব গঠিত কমিটি নিম্নরূপ-
মজলিসে আমেলাঃ
১৷ সভাপতি: আল আমিন সিদ্দিকী
২৷ সহ-সভাপতি: সুলতান মাহমুদ
৩৷ সাধারণ সম্পাদক: ইমরান হোসাইন নূর
৪৷ সাংগঠনিক সম্পাদক: আব্দুল্লাহ সা’দ
৫৷ প্রশিক্ষণ সম্পাদক: এম জামিলুল ইসলাম
৬৷ প্রচার ও প্রকাশনা সম্পাদক: জোবায়ের আহমাদ
৭৷ অর্থ সম্পাদক: মামুন খন্দকার
৮৷ দপ্তর সম্পাদক: আব্দুর রহমান
৯৷ বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক: রায়হান ফারুক
১০৷ কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক: মুতালিব হুসাইন
১১৷ আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক: এইচ এম কাওসার হোসাইন
১২৷ কলেজ বিষয়ক সম্পাদক: শিহাব মোহাম্মাদ
১৩৷ স্কুল বিষয়ক সম্পাদক: ফরহাদ হুসাইন
১৪৷ ছাত্রকল্যাণ সম্পাদক: সাদ তাসনীম
১৫৷ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মুহাম্মদ আলাউদ্দীন
১৬৷ সদস্য ০১: মাহমুদুল হাসান
১৭৷ সদস্য ০২: মামুনুর রশীদ
মজলিসে শূরাঃ
উপরোক্ত ১৭ জন সহ বাকি তালিকাঃ
১৮। মাসরুর হাসান
১৯। ইয়াসিন আরাফাত
২০। আব্দুল জলিল
২১। শফিকুল ইসলাম
২২। আরিফ শেখ
২৩। নজরুল ইসলাম
২৪। রবিউল ইসলাম
২৫। রাহাত হোসাইন
২৬। শিহাব উদ্দিন
২৭। তানভির হোসেন
২৮। আল আমিন নাফি
২৯। আজিজুল হক
৩০। মোস্তফা হোসেন
৩১। লোকমান হোসেন