ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কলেজ প্রতিনিধি সম্মেলন১৯ অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২১ ২০১৯, ০০:২৪

গতকাল (২০সেপ্টেম্বর) শুক্রবার, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর এর কলেজ বিভাগের আয়োজনে “কলেজ প্রতিনিধি সম্মেলন” দেওয়ানহাটস্থ নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সরকারী কলেজ সভাপতি, মুনিরুজ্জামানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন নগর কলেজ সম্পাদক শাহিনুর ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগর সভাপতি রিদওয়ানুল হক শামসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমানে কলেজগুলো মিনিক্যান্টনমেন্টে পরিনত হয়েছে। ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।”

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগর ছাত্র কল্যাণ সম্পাদক, আব্দুল আজিজ; চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ সভাপতি, সাব্বির শেখ; চট্টগ্রাম সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট সভাপতি, সায়েম ইসলাম শামীম; চট্টগ্রাম সরকারী সিটি কলেজ সহ-সভাপতি, নাজিম উদ্দীন; মুহাম্মদ নুরুন্নবী, মুহাম্মদ হামিদুর রহমান-সহ বিভিন্ন কলেজ দায়িত্বশীলবৃন্দ।