ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তরের ইফতার মাহফিল সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০১ ২০১৯, ১১:০৫

 

অদ্য (৩১ মে) ২৫ শে রমজান শুক্রবার, ইসলামী শাসনতন্ত্র চট্টগ্রাম উত্তর জেলার আলোচনা সভা ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। জেলা সভাপতি এইচ. এম এমদাদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ”র সঞ্চালনায় জেলা কার্যালয়ে উক্ত অনু্ষ্ঠান সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আতিকুল্লাহ বাবুনগরী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন একটি দেশের সার্বিক উন্নতি নির্ভর করে সুশিক্ষিত জনগোষ্ঠীর উপর। ইসলামী শিক্ষার পাশাপাশি যুগোপযোগী শিক্ষায় শিক্ষিতরাই সুশিক্ষিত জনগোষ্ঠী। কুরআনী শিক্ষার অভাবে মানুষ চরিত্রহীন হচ্ছে। তাই সুস্থ সমাজ বিনির্মাণে সর্বস্তরের ছাত্র জনতা ইশা ছাত্র আন্দোলনের পতাকাতলে একতাবদ্ধ হওয়া ছাড়া বিকল্প পথ নেই।

ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী আব্দুল আলী কারিমী।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন ইশা ছাত্র আন্দোলন ত্রি-ধারার শিক্ষার্থীদের একটি আস্থার জায়গা। যাদের অতীত জীবনে কোন হলদখল, টেন্ডারবাজী, বোমাবাজি, শিক্ষকের উপর নির্যাতন এক কথায় কোন অরাজকতার ইতিহাস নেই। সুতরাং আগামীর ইসলামী বিপ্লবের জন্য এ ছাত্র সংগঠনই বিপ্লবী ভূমিকা রাখবে।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম উত্তর জেলার সাবেক ছদর,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মুহাম্মদ রফিক, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সেক্রেটারী মুহাম্মাদ ফোরকান সিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার অর্থ সম্পাদক ও ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি মুহাম্মাদ মোরশেদ কারিমী, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মামুনুল হক ছিদ্দীকি, ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি মুহাম্মদ এহসান উল্লাহ চৌধুরী।

বিশেষ অতিথি মুহাম্মদ মোরশেদ কারিমী ইশা ছাত্র আন্দোলনের এমএলএস কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠানের সভাপতি এইচ.এম. এমদাদুল্লাহ চৌধুরী তার বক্তব্যে বলেন নবীজি (সাঃ) বিশুদ্ধ সমাজ বিনির্মানের লক্ষ্যে যুব সম্পদায়কে নিয়ে ” হিলফুল ফুযুল ” গঠন করেন। ঠিক তদ্রুপ বর্তমান সমাজব্যাবস্থাকেও পরিবর্তনের জন্য ইশা ছাত্র আন্দোলন ছাত্রদের জন্য একটি আদর্শিক প্লাটফর্ম। তাই তিনি আগামীর বিপ্লবের জন্য ইশা ছাত্র আন্দোলনের প্রত্যেক সদস্যদের একেকজন যোগ্য সৈনিক হিসেবে গড়ে তুলতে আহ্বান জানান।