ইশা ছাত্র আন্দোলন কুমিল্লা দক্ষিণের শপথ অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত 

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ১১ ২০১৯, ১৪:৫৯

শাহীন বিন শফিক, কুমিল্লা জেলা প্রতিনিধি: ‘উন্নয়ন সু-শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম-ই একমাত্র সমাধান’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (১১ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় জেলা সভাপতি মুহা. মনির হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. আহসান উল্লাহর সঞ্চালনায় ইশা ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার ২০১৯ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। 

 

এতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মাওলানা মোরশেদুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলন কুমিল্লা দক্ষিণের সভাপতি শহিদ উল্লাহ ভুঁইয়া।

 

অনুষ্ঠানে জেলা সভাপতি মুহা. মনির হোসাইন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার ২০১৯ সেশনের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করেন-

সভাপতি মুহা. মনির হোসাইন। সহ-সভাপতি মু. জিল্লুর রহমান। সাধারণ সম্পাদক মুহা. আহসান উল্যাহ। সাংগঠনিক সম্পাদক মুহা. আলমগীর হোসাইন। প্রশিক্ষণ সম্পাদক মুহা. আবু জাফর সালেহ। প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহা. মহি উদ্দিন। অর্থ সম্পাদক মুহা. শাহাদাত হোসাইন। দফতর সম্পাদক মু.শামসুল ইসলাম। কওমি মাদরাসা বিষয়ক সম্পাদক মুহা. সালাহুদ্দীন শিহাব। আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মু. রশিদ আহমাদ। কলেজ বিষয়ক সম্পাদক মু.সোহেল অাহমাদ। স্কুল বিষয়ক সম্পাদক মু. রবিউল ইসলাম। ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মু. শাহীন বিন শফিক। সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মু. ইউছুফ আলী। সদস্য মু. আরিফুল ইসলাম।