ইশা ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা সভাপতি মারুফ সম্পাদক মোস্তাকিম বিল্লাহ
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ০১ ২০১৯, ১০:৩০
ইসলামি শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে আবারো দায়িত্ব পেয়েছেন বিগত কমিটি সভাপতি শেখ ফজলুল করিম মারুফ। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো: মোস্তাকিম বিল্লাহকে।
শুক্রবার (০১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএম মিলনাতয়নে প্রধান অতিথি চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম এই কমিটির ঘোষণা দেন।
কেন্দ্রীয় কমিটি ঘোষণা শেষে নতুন দায়িত্বপ্রাপ্ত দের শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এম হাছিবুল ইসলামকে।