ইলেকট্রিশিয়ান জুলহাস নিজ হাতে তৈরি এয়ারক্রাফ্ট উড়ালেন আকাশে

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৪ ২০২৫, ২৩:৫২

মিলন হোসেন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

নিজের হাতে তৈরি করা এয়ারক্রাফট আকাশে উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছেন জুলহাস মোল্লা নামে এক যুবক।

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার মধ্যেবিত্ত পরিবারের সন্তান জুলহাস পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। স্বপ্ন ছিল নিজে কিছু আবিস্কার করার। সেই স্বপ্ন থেকেই প্রায় ৪ বছর আগে কাজ শুরু করেন একটি এয়ারক্রাফট তৈরির। দীর্ঘ পথ পারি দিয়ে বার বার ব্যর্থ হয়ে অবশেষে এয়ারক্রাফটি সফলভাবে আকাশে উড়াতে সক্ষম হোন জুলহাস।

আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার মোল্লার উপস্থিতিতে জুলহাস তার এয়ারক্রাফটটি আকাশে উড়িয়ে উৎসুক জনতাকে তাক লাগিয়ে দেন। মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ পদ্মার চরকে রানওয়ে হিসেবে ব্যবহার করে তিন থেকে চার বার এয়ারক্রাফটটি সফলভাবে ফ্লাই করাতে সক্ষম হোন তরুন এ উদ্ভাবক। প্রতি ফ্লাইতে ৪০ থেকে ৫০ ফিট উচ্চতায় ৩০ হতে ৪৫ সেকেন্ড আকাশে ভেসে বেড়ায় এয়ারক্রাফটটি।

তরুণ উদ্ভাবক জুলহাস জানায়- শত শত বার ব্যর্থ হয়ে দীর্ঘ ৪ বছর কঠোর পরিশ্রম করে অবশেষে প্লেনটি আকাশে উড়েছে। প্রাথমিকভাবে পাইলটদের ট্রেনিং বিমান হিসেবে এটা ব্যবহার সম্ভব। সরকারের সহায়তা পেলে আরো গবেষণা করে ভালোকিছু উদ্ভাবন করতে পারবো বলে আশাবাদী।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার মোল্লা জানান- আমাদের পক্ষ হতে প্রথম অবস্থায় কিছু সহায়তা করা হয়েছে। তার উদ্ভাবনী শক্তি ভালো। আমাদের পক্ষ হতে সর্বাত্বক সহায়তা থাকবে তার উদ্ভাবনী প্রসারের ক্ষেত্রে।

এদিকে এয়ারক্রাফট উড়ার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এয়ারক্রাফটটি এক নজর দেখার জন্য ভীড় জমাচ্ছে উৎসুক জনতা।
প্রথমবারের মত নিজ জেলার যুবকের এমন সফলতা দেখে খুশি সকল শ্রেনী পেশার মানুষ।