ইলিয়াসপত্নী বাদ পড়ায় মুনতাসির আলীকে ঐক্যফ্রন্টের প্রার্থী চান ভোটাররা
একুশে জার্নাল
ডিসেম্বর ২২ ২০১৮, ১৭:২৯
সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলীকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে চান এলাকার জনসাধারণ ও তরুণ ভোটাররা।
সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী নিখোঁজ ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা স্থগিতের কারণে এ আসনে ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুনতাসীর আলীকেই ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে কামনা করছেন তারা।
এ আসনটিতে ধানের শীষ প্রতীকে নিজেদের প্রার্থীর মনোনয়ন চেয়েছিল বিএনপি জোটের শরিক দল খেলাফত মজলিস। কিন্তু বিএনপি মনোনয়ন দেয় ইলিয়াসপত্নী লুনাকে। পরে দলীয়ভাবে মুহাম্মদ মুনতাসির আলীকে প্রার্থী হিসেবে ঘোষণা করে খেলাফত মজলিস।
খেলাফত মজলিসের নায়েবে আমির বলেন, এই আসন হচ্ছে একটি সমৃদ্ধ জনপদ। এই জনপদের মানুষ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাই আসন্ন সংসদ নির্বাচনে এই আসনে জনগণের জন্য ভবিষ্যৎ নেতৃত্ব মুনতাসির আলীকে দেয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সবার কাছে অনুরোধ করেন তিনি।