ইয়ুথ উলামা ফোরামের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ১৩ ২০২৫, ১৬:৫৫

ঘুণে ধরা সমাজ পরিবর্তনে দেশের প্রতিটি এলাকায় উলামাদের অগ্রণী ভুমিকা রাখা সময়ের দাবী।

ওসমানীনগর উপজেলাধীন ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের সর্বস্থরের আলেম-উলামাদেরকে নিয়ে মাজগাঁও জামে মসজিদ প্রাঙ্গনে গত ১২ জুন ২০২৫ ইংরেজি রোজ বৃহস্পতিবার রাত ৯টায় হাফিজ আব্দুল্লাহ কাপ্তান সাহেব এর সভাপতিত্বে এবং মাওলানা ময়নুল ইসলাম মশকুর ও মাওলানা ইমরান আহমদ রুবেল এর যৌথ সঞ্চালনায় এক ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শামসুল উলূম বল্লভপুর মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা শামীম আহমদের উদ্বোধনী স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ হাবিব আহমদ ও হাফিজ হাসান আহমদ, ইসলামি সংগীত পরিবেশন করেন মাওলানা জামাল আহমদ ও তাহের কাসিম।

পারস্পরিক পরিচয় পর্ব শেষে বক্তব্য পেশ করেন,
OISC Regulated ইমিগ্রোশন এডভাইজার, মাওলানা আনিসুর রহমান, মাওলানা রফিক আহমদ,সিলাম মাদরাসার শিক্ষা-সচিব মাওলানা আতাউর রহমান, মাওলানা হাসান আহমদ,মাওলানা ওলিউর রহমান, মাওলানা মামুন আহমদ,হাফিজ মনসুর আহমদ,হাফিজ মিছবাহ উদ্দিন,মাওলানা জুবায়ের আহমদ, প্রমুখ।

বক্তারা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ২০১৯ ইংরেজি থেকে ২০২৫ ইংরেজি পর্যন্ত ইয়ূথ উলামা ফোরামের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন। বিশেষ করে প্রচলিত ঘুণে ধরা সমাজ পরিবর্তনে ও স্বার্থান্বেষীদের হাত থেকে সমাজ ব্যবস্থাকে রক্ষা করে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ বিনির্মানে আগামী দিনে উলামায়ে কেরামদের ভূমিকা, দায়ীত্ব ও কর্তব্য বিষয়ক দিক নির্দেশনামুলক আলোচনা পেশ করেন।

পরিশেষে হযরত মাওলানা ফয়জুল হক সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-মাওলানা ইলিয়াস আহমদ, হাফিজ নেহাল খাঁন, মাওলানা রশিদ আহমদ, মাওলানা মুজাম্মিল আহমদ, মাওলানা জালাল উদ্দিন,মাওলানা এহতেশামুল হক, হাফিজ মাওলানা শফিক আহমদ সালেহ, মাওলানা আব্দুল মুহাইমিন, মাওলানা ইমাম উদ্দীন,মাওলানা আব্দুর রহমান,মাওলানা জামাল আহমদ, মাওলানা আলাউদ্দিন, মাওঃ মুহিবুর রহমান, মাওলানা শেখ মামুন আহমদ, মাওলানা সাব্বির আহমদ, মাওলানা শফিক আহমদ, মাওলানা মাহমুদুল হাসান,মাওলানা সহিদুল ইসলাম, মাওলানা এমদাদুল হক, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা জিহাদ আহমদ,মাওলানা তাফাজ্জুল শফিক, মাওলানা মাহিদ আহমদ,মাওলানা সুহান আহমদ রাজু, মাওলানা আহসান আহমদ, মাওলানা আব্দুল হাই ফয়সাল,মাওলানা বুরহান আহমদ, মাওলানা নাহিদ আহমদ,ইমদাদ আহমদ, আফজল আহমদ, কামরুল আহমদ,আব্দুল কাদীর, তানভীর আহমদ, জাহাঙ্গীর আহমদ, প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষভাবে তিনজন সম্মানিত সদস্যকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও সম্মানের নিদর্শনস্বরূপ Crest প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন: মাওলানা আনিসুর রহমান, মাওলানা শফিক আহমদ সালেহ , এবং মাওলানা সহিদুল ইসলাম ।