ইভিএম পদ্ধতিতে ভোট দিতে ব্যর্থ হচ্ছেন বয়োবৃদ্ধরা
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ৩১ ২০২২, ১০:২৮

তানজিল হোসেন, গোয়াইনঘাট: ইভিএম পদ্ধতিতে ভোট দিতে সমস্যায় পড়েছেন বয়োবৃদ্ধ মানুষজন। সিলেটের পশ্চিম আলীরগাঁও ইউপির পুকাশ সেন্টারে ভোট দিতে এসে বশির উদ্দিন নামে একজন ভোটার ৪বার চেষ্টা করেও ভোট দানে ব্যর্থ হয়েছেন। তবে দায়িত্বরত কর্মকর্তারা বলেছেন আবারও বিকেলের দিকে আসার জন্য।
একজন প্রিজাইডিং কর্মকর্তা জানান, আঙুলের ছাপ নিচ্ছে না এরকম ৮ থেকে ১০ জনের সমস্যা হয়েছে। কয়েকবার চেষ্টা করেও হয় নি। তিনি জানান, এসব ভোটারদের দুপুরের দিকে আবারও চেষ্টা করা হবে বলে এমনটি জানিয়েছেন ওই কর্মকর্তা।
উল্লেখ্য, আজ সোমবার ইউনিয়ন বিভক্তির পর ১ম বারের মতো ষষ্ঠ ধাপে সিলেটের পূর্ব ও পশ্চিম আলীরগাঁও ইউপির ভোটগ্রহণ চলছে।