ইভিএম না হলে রাতেই ভোট নিয়ে নিতাম: প্রচারণায় নৌকার প্রার্থী (ভিডিও)
একুশে জার্নাল ডটকম
মে ৩০ ২০২২, ০৬:০৪
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তাকে বলতে শোনা যায়, ‘ ইভিএম ন থাইলে আঁই কিয়রে ন থুয়াইতাম, ভোট নিজে মারি দিতাম। ইভিএম ন থাইলে আঁই ভোট রাতিয়া লইফেলাইতাম।’
অর্থাৎ ইভিএম না থাকলে আমি কাউকে খুঁজতাম না। নিজেই ভোট মেরে দিতাম। রাতেই ভোট নিয়ে নিতাম।
তিনি আরও বলেন, আপনারা কষ্ট করে ভোট কেন্দ্রে যাবেন, আঙুলে চাপ দিয়ে ভোট দেবেন। চাপ দিতে না পারলে সেখানে আমি চাপ দেওয়ার মানুষ রাখবো।’
যদিও নির্বাচনী প্রচারণায় গিয়ে এই বক্তব্য তিনি দেননি বলে নিউজনাউকে জানান চাম্বালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুল হক চৌধুরী। তিনি বলেন, আমার পক্ষে যে গণজোয়ার। এসব আমার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য বলছে।
কারা বলছে এই প্রশ্নে তিনি বলেন, এই এলাকাটা জামায়াত অধ্যুষিত। তারা ভিডিও এডিট করেছে। তারা পারে না এমন কোন কাজ কি আছে?
শনিবার (২৮ মে) বিকেলে বাঁশখালী উপজেলার চাম্বাল ইউনিয়নের বাংলাবাজার ১ নম্বর ওয়ার্ডে প্রচারণায় গিয়ে তিনি এ বক্তব্য দেন। এসময় তার সাথে থাকা সামর্থকরাও হেসে তালি দিয়ে তার এ বক্তব্যকে উৎসাহিত করেন।
ভাইরাল হওয়া প্রায় ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে নির্বাচন নিয়ে তিনি বেশ কিছু মন্তব্য করেন। ভিডিওতে দেখা যায় মুজিবুল হক হ্যান্ড মাইকে বক্তব্য দিচ্ছেন।
এসময় তিনি বলছিলেন, রিকশায় করে পারেন, যেমন করে পারেন ভোট দেওয়ার জন্য… কারণ ইভিএমের ভোট। ইভিএম না হলে সব আমি মেরে দিতাম। কাউকে খুঁজতাম না। কথা বুঝেন নাই। ইভিএমে আইডি কার্ড না ঢুকালে হয় না। ওটা হলে ভোট আমি রাতেই নিয়ে নিতাম। তাই আপনাদের কষ্ট করে সেটা (এনআইডি) নিয়ে যেতে হবে। মেশিনে ফিঙ্গার দিতে হবে। কথা বুঝেন নাই। আমি তো প্লেয়ার ওইটা, একেবারে ২০ হাজার নিয়ে ফেলি। সরকার ইভিএম একটা করছে, কী করবো…। কষ্ট করে নিয়ে গিয়ে আঙ্গুলে চাপ দিয়ে ভোট দিতে হবে। চাপ দিতে না পারলে সেখানে আমি চাপ দেওয়ার মানুষ রাখবো। আমার জন্য একটু দোয়া করবেন সবাই।