ইবিতে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১১ ২০২০, ১৬:৩৩

রেদওয়ান রাকিব, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইকিউএসির আয়োজনে বুধবার (১১ মার্চ) সকাল নয়টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটি শেষ হয় বিকাল চরটায়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন- উর রশিদ আসকারী, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, আইইউকিউএ’র পরিচালক অধ্যাপক ড. কে এম সোবহানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপাচার্য ড. রাশিদ আসকারী বলেন,’‘২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে প্রস্তত করতে হবে। সামাজিক, রাজনৈতিক, এবং প্রাতিষ্ঠানিকভাবে নিজেক যোগ্য করে তুলতে হবে। ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সবথেকে গুরুপূর্ণ বিষয় হচ্ছে পার্টনারশিপ । বিশ্বকে জয় করতে এবং দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার জন্য পার্টনারশিপের থেকে ভাল মাধ্যম আর হতে পারে না। সুষম সমাজ গঠনেও পার্টনারশিপের গুরুত্ব অত্যাধিক। বর্তমানে উচ্চ শিক্ষায় পার্টনারশিপকে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবলায় চার বেসিক দক্ষতা অর্জন আজকের শিক্ষার্থীদের জানা অতিব ও জরুরী। সেগুলো হল, ক্রিয়েটিভিটি, ক্রিটিকাল থিংকিং, কমিউনিকেশন ও কলেবরেশন।’’

তিনি আরও বলেন, ‘‘প্রতিনিয়তই আইসিটির নতুন নতুন ব্যাবহার উদ্ভাবন হচ্ছে। আর এ আইসিটির হাত ধরেই আমরা প্রায় চতুর্থ শিল্প বিপ্লবে পদার্পণ করেছি। সমন্বীত উদ্দেশ্য ছাড়া আমরা চতুর্থ শিল্প বিপ্লবে পদার্পণ ও পৃথীবিতে সাফল্যের সাথে টিকে থাকা সম্ভব নয়। নতুন পৃথীবিতে সাফল্য লাভ করার জন্যে যে শিক্ষার প্রয়োজন আমাদেরকে সেই শিক্ষা অর্জন করতে হবে।’’

কর্মশালা চলাকালীন শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করেন। পরে মধ্যাহ্ন ভোজের পর উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে কর্মশালাটি শেষ হয়।