ইবিতে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে প্রচলিত পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৯ ২০২০, ১৬:৫২

শাহরিয়ার কবির রিমন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) প্রচলিত পদ্ধতিতেই ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা গ্রহণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৯ নভেম্বর) শিক্ষার্থী ভর্তির বিষয়ে প্রশাসন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির ১ম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম ।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ-এর সঞ্চালনায় বেলা ১১টায় শুরু এ সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ডিনবৃন্দ, বিভাগীয় সভাপতিবৃন্দ, প্রভোস্টবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা নিয়ে বিভাগসমূহের মতামত উপস্থাপন করা হয়। সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এ বছর পূর্বের প্রচলিত লিখিত পরীক্ষার ভিত্তিতে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে সভা করে এ ব্যাপারে চূড়ান্ত ও পরীক্ষা গ্রহণের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।