ইন্দোনেশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ১৫ ২০১৯, ১১:০২

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশের উত্তরের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরই জারি করা হয়েছে সুনামির সতর্কতা।

শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। দুই ঘন্টা পর সুনামির সতর্কতা প্রত্যাহার করা হয়।

মার্কিন ভূতত্ত্ববীদরা জানিয়েছেন, মলুক্কা সাগরের ৪৫ গভীরে এর উৎপত্তি। তাৎক্ষণিক ভাবে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।