ইথিওপিয়ান উড়োজাহাজ বিধ্বস্ত, ১৫৭ আরোহীর সবাই নিহত
একুশে জার্নাল
মার্চ ১০ ২০১৯, ১১:১৬
একুশে জার্নাল ডেস্ক: ১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে ১৪৯ যাত্রী এবং আটজন ক্রু ছিলেন বলে বিমান সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
ইথিওপিয়ান এয়ারলাইন্সের এক মুখপাত্র বলেছেন, স্থানীয় সময় রোববার (১০ মার্চ) সকাল ৮টা ৪৪ মিনিটের দিকে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় বিমান বিধ্বস্তে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, বিমানটি নাইরোবির উদ্দেশে যাত্রা করেছিল। যাত্রার মাঝপথে এটি বিধ্বস্ত হয়। এক বিবৃতিতে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটির বিধ্বস্তের খবর নিশ্চিত করা হয়।