ইডেনে ভারত-বাংলাদেশ টেস্টের সময় পরিবর্তন
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১৩ ২০১৯, ১৩:৫৮
বৃহস্পতিবার থেকে ইন্দোরে শুরু ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। কিন্তু আকর্ষণের কেন্দ্র কলকাতার ইডেন গার্ডেন্স। ২২ নভেম্বর থেকে ইডেনে শুরু ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। কলকাতার মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট আয়োজন ঘিরে ইডেনে এখন সাজ সাজ রব। এরই মাঝে ইডেন টেস্টের সময়ে কিছুটা বদল করা হল।
প্রথমে ইডেনে দিন-রাতের টেস্ট শুরু হওয়ার কথা ছিল দুপুর ১:৩০-এ৷ কিন্তু নভেম্বরের শেষ দিকে কলকাতায় প্রচুর শিশির পড়ে৷ তাই টেস্ট শুরুর সময় আরও একটু এগিয়ে আনা হয়েছে৷ দুপুর দেড়টার পরিবর্তে ইডেনে প্রতিদিনের খেলা ১ টায় শুরু করার জন্য বোর্ডের অনুমতি চায় সিএবি৷ সম্মতি দিয়েছে বিসিসিআই-ও৷
বিসিসিআই-এর এক শীর্ষকর্তা জানিয়েছেন, “শিশিরের কথা মাথায় রেখে সিএবি-র অনুরোধ মেনে নেওয়া হয়েছে। দ্বিতীয় টেস্টের সময় সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে৷ ম্যাচ শুরু হবে দুপুর ১টায়৷ প্রথম সেশন- দুপুর ১টা থেকে দুপুর ৩টে৷ দ্বিতীয় সেশন- দুপুর ৩:৪০ থেকে বিকেল ৫:৪০ পর্যন্ত৷ আর শেষ সেশন হবে সন্ধে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত৷”
সৌরভ গাঙ্গুলি বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসার পরই ভারতের মাটিতে ডে-নাইট টেস্টের আয়োজনের ব্যবস্থা করে৷ ঐতিহাসিক টেস্টের প্রথম তিনদিন ৫০ হাজারের বেশি দর্শক মাঠে উপস্থিত থাকবে বলে মনে করছে সিএবি৷ এখনও পর্যন্ত প্রথম তিনদিনে যা টিকিট বিক্রি হয়েছে তার ভিত্তিতে এমনটা ভাবা হচ্ছে বলে সিএবি সুত্রে জানা গিয়েছে