ইজতেমা হচ্ছে ফেব্রুয়ারি মাসে ; আসছেন না মাওলানা সা’দ
একুশে জার্নাল
জানুয়ারি ২৩ ২০১৯, ০৯:১৯
মাহমুদুল্লাহ মুহিব :আজ ২৩ জানুয়ারি ( বুধবার)সচিবালয়ে বাংলাদেশ তাবলিগ জামাতের দুপক্ষের বৈঠকে ফেব্রুয়ারিতে একটি বিশ্ব ইজতেমা করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে উভয় পক্ষ।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী যৌথভাবে জানিয়েছেন যে, এবার ইজতেমা একটিই হবে।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ সভার সিদ্ধান্ত জানিয়ে বলেন, “আজকের সভার পর ইজতেমা একটাই হবে। কোনো বিভক্তি হবে না। তাবলীগ জামাতের দুই গ্রুপের সাথে এটা বৈঠকের সিদ্ধান্ত হয়েছে”।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন যে, ভারতের মাওলানা সাদ কান্ধলভীকে নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় তিনি এবারের ইজতেমায় না আসার সিদ্ধসন্ত নেয়া হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহর সাথে বৈঠকের ইজতেমার সময়সূচী সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে।