ইজতেমা মাঠে হামলার প্রতিবাদে হালুয়াঘাটে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
একুশে জার্নাল
ডিসেম্বর ০৩ ২০১৮, ১৫:৪০
ইলিয়াস সারোয়ার: ঢাকার অদূরে অবস্থিত টঙ্গী ইজতেমা মাঠে আসন্ন জোড়ের প্রস্তুতিমূলক কাজে রত নিরস্ত্র নিরীহ তাবলীগী সাথি, মাদরাসার ছাত্র ও শিক্ষকদের উপর সাদপন্থীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে ময়মনসিংহের হালুয়াঘাটে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে ৷ এতে স্থানীয় মুসুল্লী, উলামায়ে কেরাম ও ছাত্র-জনতার অংশগ্রহণ লক্ষ্য করা যায় ৷
জানা যায়, সোমবার বিকাল ৪ ঘটিকায় উত্তর বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয় ৷ অতঃপর হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনকে স্মারকলিপি প্রদান করার পর দোয়ার মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয় ৷
উক্ত বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া হুসাইনিয়া দারুল উলূম মাঝিয়াইলের মুহতামিম শায়খুল হাদীস হযরত মাওলানা নূর হুসাইন ৷ এছাড়াও আরও উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আলহাজ্ব হযরত মাওলানা নূর আহমদ, মাওলানা ইউনুছ আলী, মাওলানা তাজুল ইসলাম বাশার, মাওলানা শাকের মাহমুদ, মাওলানা উছমান গণী, হাফেজ মাওলানা ফয়জুর রহমান রাসেল, মাওলানা মাহবুবুল ইসলাম, হাফেজ আজহারুল ইসলামসহ অনেক আলেম ও হালুয়াঘাটের বিভিন্ন এলাকার জনসাধারণ ৷