ইজতেমা বিষয়ে আলেমদের বৈঠক আজ
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ০৬ ২০১৯, ০৬:৫৭
একুশে জার্নাল ডেস্ক: গতকাল রাতে তাবলীগী মুরুব্বী মাওলানা যুবায়ের সাহেবের বরাতে জানা যায়, আসন্ন ইজতেমা কীভাবে করা হবে- এ বিষয়ে তাবলীগের শূরাপন্থীগণ আলেমদের সঙ্গে বিশেষ পরামর্শে বসবেন আজ ৷ উভয় গ্রুপের পৃথক পৃথক নিয়ন্ত্রণে ২ দিন করে মোট ৪ দিনের ইজতেমা অনুষ্ঠিত হবে বলে সরকারের দেয়া সিদ্ধান্ত তারা মানবেন কিনা- পরামর্শের মাধ্যমেই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে ৷ গত রাত টঙ্গীর ময়দানে কাটানো তানভীর রাহমান নামের এক তাবলীগী সাথী এ তথ্য নিশ্চিত করেন ৷
তিনি বলেন, ‘আজ রাতে টঙ্গীতে ছিলাম। ফায়সালা হয়েছে কাল সকালে ওলামায়ে কেরাম একসাথে বসবেন মাওলানা যুবায়ের (দা.বা) সহ, এ সিদ্ধান্ত নিতে যে, কিভাবে ইজতেমা তারা করবেন? দুই ভাগ মেনে নিবেন নাকি ৩ দিনের একসাথে হবে?
আলেমদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিনা- এ প্রশ্নের জবাবে তিনি জানান, “টঙ্গীর থেকে ফোন দেয়া হয়েছিল ওলামাদের যে তারা কিছু জানে কিনা। তারা এই ২ ভাগ হবার ব্যাপারে কিছুই জানত না, তাই আগামীকাল সকালে বিশেষ এই মাশোয়ারা হবে ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, গতকাল ধর্মমন্ত্রীর বরাতে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবরে জানা যায় যে, এ বছর ইজতেমা হবে ৪ দিন ৷ প্রথম ২ দিন শূরাপন্থী মাওলানা যুবায়ের ইজতেমা পরিচালনা করবেন আর শেষ ২ দিন পরিচালনা করবেন সাদপন্থী সৈয়দ ওয়াসিফুল ইসলাম ৷