ইজতেমা একসঙ্গে নয়, আলাদাভাবে ৩ দিন হবে: আহলে শুরা ও শীর্ষ ওলামাদের সিদ্ধান্ত

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ০৬ ২০১৯, ১০:৩৮

আবির আবরার:

টঙ্গীর ইজতেমার ব্যাপারে সরকারের প্রস্তাবনা অনুসারে উভয় পক্ষের একসাথে তিন দিন ইজতেমা করার চাইতে উভয় পক্ষের আলাদা আলাদা ইজতেমা করা উত্তম মনে করায় কাকরাইলের আহলে শুরা হযরাতগণ ও শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম একমত হয়েছেন যে, আগামী ১৪, ১৫ ও ১৬ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতি, শুক্র ও শনিবার আহলে শুরাগণের পরিচালনায় ইজতেমা অনুষ্ঠিত হবে ৷

আজ সকালে মাও. মোহাম্মদ জোবায়ের এর আহ্বানে এক বিশেষ পরামর্শে মিলিত হয়ে তাবলীগী আহলে শুরা ও শীর্ষ ওলামায়ে কেরাম এ সিদ্ধান্ত গ্রহণ করেন ৷ অতঃপর এই সিদ্ধান্ত জানিয়ে সকল জেলার জিম্মাদারগণকে চিঠি পাঠানো হয় ৷ ইতোমধ্যেই চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে ৷

উল্লেখ্য, গতকাল ধর্মমন্ত্রীর বরাতে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবরে জানা যায় যে, এ বছর ইজতেমা হবে ৪ দিন ৷ প্রথম ২ দিন শূরাপন্থী মাওলানা মোহাম্মদ যুবায়ের ইজতেমা পরিচালনা করবেন আর শেষ ২ দিন পরিচালনা করবেন সাদপন্থী সৈয়দ ওয়াসিফুল ইসলাম ৷ এরই প্রেক্ষিতে কাকরাইলের আহলে শুরা ও শীর্ষ ওলামায়ে কেরাম পরামর্শের মাধ্যমে আলাদাভাবে তিন দিন ইজতেমা করার এ সিদ্ধান্ত নিলেন ৷