ইজতেমায় মুসল্লীদের জন্য ক্যাম্প ছেড়ে দিলো সেনাবাহিনী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১১ ২০২০, ১৪:৩২

বিশ্ব ইজতেমা ময়দান ও তার আশপাশ কানায় কানায় পূর্ণ। তবুও থেমে নেই মুসল্লিদের স্রোত। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা মুসল্লিদের আগমনে টঙ্গী তুরাগ তীর এখন পুণ্যভূমিতে পরিণত হয়েছে। কোথাও তিল ধারণের জায়গা নেই। তাই ইজতেমায় আগত মুসল্লীদের জন্য সেনাবাহিনী তাদের ক্যাম্পের জায়গা ছেড়ে দিয়েছে।

দুপুরে ময়দান ঘুরে দেখা গেছে, টঙ্গীর তুরাগ তীরে ১৬০ একর বিস্তৃত বিশ্ব ইজতেমা ময়দান প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দেশী-বিদেশী মুসল্লিরা অবস্থান নিয়েছেন তাবুর নিচে। এখনো আসতে দেখা যায় মুসল্লিদের। ময়দানে জায়গা না পেয়ে রাস্তার পাশেও তাবু ফেলতে দেখা যায় অনেক মুসল্লিকে।

ইজতেমার জন্য মাঠের বাইরে মাইকের ব্যবস্থা করা হচ্ছে,কেউ ফিরে যাওয়া বা না আসার চিন্তা করবেন না। কারন টঙ্গী-গাজীপুরের সকল মসজিদ মাদ্রাসা ও স্কুল কলেজের মাঠগুলো ইজতেমার অবস্থানের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।