ইজতেমার মাঠে সাদপন্থীদের হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে চলছে প্রতিবাদ, পুলিশের সর্তক অবস্থান

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০২ ২০১৮, ০৭:৩৯

ইজতেমার মাঠে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে চলছে প্রতিবাদ সমাবেশ; পুলিশের সর্তক অবস্থান
আশরাফ আলী সোহান: সাম্প্রতিক তাবলিগ জামাতের দ্বন্ধ চরম পর্যায়ে চলে যায়। গতকাল টঙ্গী ইজতেমার ময়দানে সা’দপন্থী তাবলিগ জামাতের লোকজন ইজতেমার মাঠের মূল ফটক ভেঙ্গে ভেতরে ডুকে পরে। দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলায় ১ জন নিহত হয় এবং অসংখ্য মানুষ আহত হয়।

এরই প্রতিবাদে কিশোরগঞ্জে উলামায়ে কেরাম ঐতিহাসিক শহীদি মসজিদে প্রতিবাদ সমাবেশ ডাকে। সকাল ৯ টা থেকে সমাবেশ শুরু হয়। শহীদি মসজিদের খতিব আযহার আলী আনোয়ার শাহ্ এর সভাপতিত্বে যথারীতি বক্তব্য রাখেন কিশোরগঞ্জের স্থানীয় ওলামায়ে কেরাম।

এছাড়াও আল জামিয়াতুল ইমদাদিয়ার শিক্ষক মাওলানা আব্দুর রহীম সাহেবের মাধ্যমে জানা যায় প্রতিবাদ সমাবেশ শেষে জেলা প্রশাসক বরারব স্বারকলীপি পেশ করা হবে।
অপরদিকে কিশোরগঞ্জের প্রাণ কেন্দ্র পুরানথানা, শহীদি মসজিদের আশেপাশে রয়েছে প্রশাসনের সর্তক অবস্থান।