ইউরোপ জমিয়ত ওয়ালসল শাখার সিরাতুন্নাবী সাঃ মাহফিল ও কাউন্সিল সম্পন্ন
একুশে জার্নাল
জুন ২৫ ২০২৫, ১৪:২২

৯মাওলানা শেখ নূরে আলম হামিদী সভাপতি ও ক্বারী মাওলানা মুদ্দাসসির আনওয়ার সেক্রেটারি নির্বাচিত।
গত রবিবার, ২২ জুন ইং জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ ওয়ালসল শাখার উদ্যোগে সিরাতুন্নাবী সাঃ মাহফিল ও কাউন্সিল শাহজালাল জামে মসজিদ ওয়ালসালে অনুষ্ঠিত হয়। জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ ওয়ালসল শাখার আহ্বায়ক মাওলানা শেখ নুরে আলম হামিদী সভাপতিত্বে সদস্য সচিব মাওলানা ক্বারি মুদ্দাসসির আনওয়ার এর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসান আহমদ।
ইউরোপ জমিয়ত ওয়ালসাল শাখা আয়োজিত সীরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ এর কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদীস মুফতি আব্দুল হান্নান বলেন “কোরআন ও সুন্নাহর অনুসরণ এবং রাসুল সাঃ এর আদর্শ সমাজের সর্বস্তরে বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব মানবতার মুক্তির একমাত্র পথ।তাই রাসুল সাঃ এর মহান আদর্শে নিজেকে আদর্শবান এবং সর্বক্ষেত্রে আদর্শের সুমাহান বানি পৌঁছে দিতে জমিয়ত নেতাকর্মীদের এগিয়ে আসার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জমিয়তের উলামায়ে ইসলাম ইউকের সভাপতি শায়খুল হাদিস মুফতি সাইফুল ইসলাম বলেন, “ইরানে মার্কিন বোমা হামলার পর মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের শান্তি কামি মানুষ চরম উদ্বেগে দিন কাটাচ্ছে। এই হামলা শুধু একটি দেশের উপর আগ্রাসন নয়, বরং এটি বিশ্বব্যাপী অশান্তির বীজ বপন করছে।” তিনি বলেন, “জাতিগত মুসলিম নিধনে লিপ্ত ইসরায়েল এবং তার মিত্রদের মানবতা বিরোধী হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।ইসরায়েল কতৃক ফিলিস্তিনে গনহত্যা এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় মুসলিম উম্মাহ এবং শান্তি প্রিয় দেশ সমূহকে এগিয়ে আসতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে ইউরোপ জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব মুফতি মাওলানা মাওসুফ আহমদ বলেন “বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মুহাম্মদ সাঃ এর সর্বক্ষেত্রে অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই নিহিত আছে দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও মুক্তি।
তিনি আরও বলেন, জমিয়ত একটি ঐতিহ্যবাহী সংগঠন, যা পূর্বসূরীদের আমানত রক্ষার দায়িত্ব কাঁধে নিয়ে শত বর্ষ পার করে এগিয়ে চলছে। আজকের বৈশ্বিক সংকটে জমিয়তের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়াই সময়ের দাবি।
বিশেষ বক্তার বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সাধারণ সম্পাদক মাওলানা মামনুন মুহিউদ্দিন বলেন মোহাম্মদ মুস্তাফা সাঃ’র সীরাত অনুকরণের মাধ্যমই হচ্ছে বিশ্ব মানবতার একমাত্র মুক্তির পথ।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ইউরোপ জমিয়ত বার্মিংহাম শাখার সভাপতি শায়খ মাওলানা এখলাছুর রহমান, সহ-সভাপতি শায়খ হাফিজ মাওলানা আব্দুর রব ফয়েজী,সহ-সভাপতি শায়খ মাওলানা আব্দুল হাফিজ শাহবাগী,
ইউরোপ জমিয়ত ব্রাডফোর্ড শাখার সেক্রেটারি ও বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনে বিশ্বনাথ – বলাগঞ্জ ও উসমানী নগর আসনের জমিয়তের মনোনয়ন প্রত্যাশী মাওলানা এখলাসুর রহমান বালাগন্জি,লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা জসিম উদ্দীন,ইউরোপ জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা এম সাইফুর রহমান,ইউরোপ জমিয়তের সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল বাসিত,ইউরোপ জমিয়ত ব্রাডফোর্ড শাখার সহ-সভাপতি মাওঃ উবাইদুল হক, ইউরোপ জমিয়ত সান্ডওয়েল শাখার সভাপতি মাওঃ আব্দুল খালিক, সহ-সভাপতি মাওঃ হাবিব খান, সাধারণ সম্পাদক আলহাজ্জ জামীল বদরুল, সহ- সাধারণ সম্পাদক মাওঃ জাকির হোসাইন, শাহজালাল জামে মসজিদের সেক্রেটারী আলহাজ্ব শাহজাহান মিয়া, ইউরোপ জমিয়ত লিডস শাখার সভাপতি মাওঃ আলমগীর,লিডস শাখার সহ-সভাপতি হাজী জালাল উদ্দিন প্রমুখ।
ইউরোপ জমিয়তের বিভিন্ন শাখার নেতাকর্মী, কমিউনিটি গণ্যমান্য নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মুসল্লীদের উপস্থিতি আলেমগণ ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত সভায় ইউরোপ জমিয়তের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ উপস্থিত ওয়ালসাল জমিয়তের নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে ওয়ালসল শাখার ২০২৫-২০২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।
প্রধান উপদেষ্টা
মাওলানা আব্দুস ছালাম,
উপদেষ্টা মন্ডলি-
মাওলানা নোমান আহমদ,
মাওলানা আযাদ আলী, মুফতি মাওলানা ছাবির হোসাইন, আলহাজ্ব আক্তার মিয়া,
আলহাজ্ব নূর মিয়া,
আলহাজ্ব আব্দুল ওয়াহিদ উদ্দিন
সভাপতি
মাওলানা শেখ নূরে আলম হামিদী, সহসভাপতি
মাওলানা লুৎফুর রহমান। সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী মুদ্দাসসির আনওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক
মাওলানা আজির উদ্দিন,সহসাধারণ সম্পাদক
মাওলানা তোফায়েল আহমদ,
সাংগঠনিক সম্পাদক
মাওলানা তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাজি মাসুদ আহমদ, অর্থ সম্পাদক
হাজি আসাদুজ্জামান, সহ অর্থ সম্পাদক
হাজি নাসির উদ্দিন ডালি,সহ অর্থ সম্পাদক
মৌলভী মমসাদুর রহমান,প্রচার সম্পাদক
আলহাজ্ব তারিক আজিজ, সহপ্রচার সম্পাদক
মোহাম্মদ ফাহিম হোসাইন,যুব বিষয়ক সম্পাদক
মোহাম্মদ সাইফ উদ্দিন, সহজ অভিষেক সম্পাদক
মোহাম্মদ কালাম উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক
হাজি রফিক উদ্দীন,
সহ-সমাজ কল্যাণ সম্পাদক হাজী হেলাল উদ্দিন, ত্রাণ বিষয়ক সম্পাদক হাজি শাহান চৌধুরী, সহ প্রাণ বিষয়ক সম্পাদক-মোহাম্মদ কালাম উদ্দিন,
সদস্য বৃন্দ:
মোহাম্মদ মনসুর আলি ইউসুফ
মোহাম্মদ ইরান মিয়া
মোহাম্মদ মিনাল হোসাইন দেওয়ান
মোহাম্মদ শফিক উদ্দিন
মোহাম্মদ আয়ান
মোহাম্মদ ফারুক মিয়া
মোহাম্মদ হারুনুর রসিদ
মোহাম্মদ রিপন
মোহাম্মদ আক্তার মিয়া
মোঃ হেদায়াতুল ইসলাম মাসুম।
মাহফিল শেষে ফিলিস্তিনের মজলুম মুসলমান ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করেন শায়খুল হাদীস মুফতি আব্দুল হান্নান সাহেব।