ইউপি সদস্য অামান স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল
জানুয়ারি ১৯ ২০১৯, ১১:১৮
ইউপি সদস্য অামান স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ৬ নং ধারাবহর ওয়ার্ডের সদস্য অামান উদ্দিন অামান স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শক্রবার সন্ধা ৭ টার সময় ধারাবহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবাসী উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিলের অায়োজন করা হয়। এলাকার প্রবীণ মুরব্বিয়ান মাসুক মিয়া সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক আজমির আহমদ রাসেলের সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলাকার মুরব্বিয়ান ইসলাম উদ্দিন, সাহাব উদ্দিন, ৭ নং শিলঘাট – টিকরপাড়া ওয়ার্ডের মেম্বার তারেক অাহমদ, কাউসার আহমদ, নুরুল হুদা, প্রবাসী আইনুল পারভেজ, আতিকুল রহমান দুবুল, রহিম আহমদ, সুহেল আহমদ, জুয়েল আহমদ, সাইদুল আহমদ।
এছাড়া ও উপস্থিত ছিলেন, মিলন আহমদ, বাবর আহমদ, মুক্তা, খছরু, খালিক, বেলায়েত হোসেন, সামিম আহমদ, মারেক আহমদ, সায়েম আহমদ, আলামিন আহমদ, হাসান আহমদ, মোস্তাক আহমদ রাবেল, মেহেদি হাসান মাহিন প্রমূখ।