ইউপি সচিবের ঘুষ বাণিজ্যে ক্ষুব্ধ জনতা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২৫ ২০২১, ২০:১১

এম.এস আরমান,নোয়াখালী; ঘুষ ছাড়া একটি কাগজও নড়েনা তার টেবিল থেকে। যেই কাজে সরকারি কোনো ফি নেই সেই কাজেও ২ থেকে ৩ হাজার টাকা ঘুষ চান তিনি। ধনি-গরিব কোনো ভেদাভেদ ছাড়াই জোরপূর্বক ঘুষ নেয়া সহ ঘুষ দিতে না পারা ব্যক্তিদের সাথে তুচ্ছতাচ্ছিল্য আচরনের অভিযোগ উঠেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়ন সচিবের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১২ টায় রামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জন্ম সনদ অনলাইন সংশোধন নিয়ে ঘুষ দাবি করায় সচিব কামরুজ্জামানের (৪৫) বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা হচ্ছেন রামপুর ৬ নং ওয়ার্ডের আলীর ডগীর মোমেনা খাতুন (৬৮) ও ৪ নং ওয়ার্ডের বাহাউদ্দীন ভূঞা বাড়ীর মাহমুদুল হাসান মিঠু।

ভুক্তভোগীরা জানান,জন্ম সনদ সংশোধন ও সনদ অনলাইন করনে রামপুর ইউনিয়ন সচিব অসহায় বৃদ্ধা মোমেনা থেকে ৫শত টাকা ও মাহমুদল হাসান মিঠু থেকে ১ হাজার ৫ শত টাকা ঘুষ দাবি করলে তারা ঘুষ দিতে অপারগতা প্রকাশ করে। একপর্যায়ে সচিব তাদের সাথে অসাদচারণ করলে বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হয়ে যায়। পরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সচিবের উপর চড়াও হলে ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরীর হস্তক্ষেপে রক্ষা পায় সচিব কামরুজ্জামানন।

জানা যায়, সচিব কামরুজ্জামান নোয়াখালীর চৌমুহনি বাস মালিক সমিতির প্রভাবশালী সিনিয়র সদস্য। তিনি একাধিক ঢাকা-চট্রগ্রামগামী বাসের মালিক। এছাড়াও তার রয়েছে জেলা শহরের জেলা স্কুল সংলগ্নে বিলাস বহুল ভবনের তৃতীয় ফ্লোরে প্রায় ১ কোটি টাকার ফ্ল্যাট।

ঘুষ বানিজ্য নিয়ে জানতে চাইলে সচিব কামরুজ্জামান বলেন,আবেদন ফাইল উপজেলায় আনা-নেয়া বাবত কিছু টাকা বাড়তি নিয়েছি, উপজেলায় আনা-নেয়ার দায়ীত্ব আমার চাকুরির আওতাভূক্ত নয় তাই কিছু টাকা বাড়তি নেই। যার কাজ সে নিজে উপজেলায় নিয়ে গেলে বাড়তি টাকা না নেয়ার আশ্বাস দেন ইউপি সচিব কামরুজ্জামান।

এ বিষয়ে রামপুর ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন,ইতি পূর্বেও এমন একাধিক অভিযোগের পর তাকে সতর্ক করা হয়েছিলো। প্রতিনিয়ত তার বিরুদ্ধে এমন অভিযোগ আসছে। তার অপরাধের বিষয়ে উর্ধতন কর্মকর্তার নিকট জানানোর আশ্বাস দেন চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর বলেন,সরকারি নির্দেশনার বাহিরে কোনো টাকা নেয়া যাবেনা। কেউ যদি এমনটি করে থাকে তদন্ত সাপেক্ষে উপযুক্ত প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য,গত (৩ ফেব্রুয়ারী-২০২০) সোমবার রামপুর ইউনিয়নস্থ বামনী পূর্ববাজারে অবৈধ উচ্ছেদ কাজে এসে সাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াছিন শিমুল সাংবাদিক এম.এস আরমান সহ একাধিক ব্যক্তি থেকে ঘুষ চাওয়ার অভিযোগে ইউপি সচিব কামরুজ্জামানকে জনসমাগমে ঘুষ না নেয়ার ওয়াদা করান।