ইউপি নির্বাচনে হতাহতের জন্য কমিশন মর্মাহত
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ০৬ ২০২২, ১৪:৫৭

ইউনিয়ন পরিষদ নির্বাচনে হতাহতের জন্য কমিশন মর্মাহত, তবে এই ঘটনায় প্রশাসনিক দুর্বলতা নেই। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
আরো পড়ুন: প্রায় ৮৩ শতাংশ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেন প্রকাশক নূর মোহাম্মাদ
বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ে ভোটার তালিকায় পরিচয়হীনদের পিতা-মাতার নাম লিপিবদ্ধকরণে জটিলতা নিরসনে কর্মশালায় একথা বলেন তিনি।
এসময় কে এম নূরুল হুদা বলেন, নির্বাচনে সহিংসতা হয় কমিশনের দুর্বলতার কারণে না বরং প্রার্থী ও সমর্থকদের দ্বন্দ্বের কারণে। নির্বাচন হবে প্রতিযোগিতামূলক, প্রতিহিংসামূলক না।
এছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মন্তব্যের জবাবে সিইসি জানান, গণমাধ্যমে নিজের কথা প্রচারের জন্য মিথ্যাচার করছেন। মিডিয়াতে নিজের কথা প্রচারের জন্য উনি বলেন। তিনি আসলে কমিশনকে হেয় করার অপচেষ্টা করেন।
এসময় পিতা-মাতার পরিচয়হীন মানুষদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকারে অন্তর্ভুক্ত করতে হলে, আইনি কাঠামো পরিবর্তন করতে হবে, যা সহজ নয় বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
উল্লেখ্য, বুধবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচন শেষ হয় সহিংসতা ও হানাহানির মধ্য দিয়ে। দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৯ জন। চেয়ারম্যান প্রার্থীসহ আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। পঞ্চম ধাপে নির্বাচনে ভোটগ্রহণের সময় ও ভোট পরবর্তী সংঘর্ষে বগুড়ায় ৫জন, চাঁদপুর, চট্টগ্রাম, মানিকগঞ্জ, নওগাঁ ও গাইবান্ধায় চারজনের মৃত্যু হয়েছে।
এর আগে, চারটি ধাপে নির্বাচনি সহিংসতায় ৮৬ জনের মৃত্যু হয়। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে। ওই ধাপেই নিহত হন ৩০ জন।