ইউটিউব হেড অফিসে গুলাগুলি: বন্দুকধারী মহিলার আত্নহত্যা
একুশে জার্নাল
এপ্রিল ০৩ ২০১৮, ২৩:৫১
বিশ্বের জনপ্রিয় অনলাইন ভিডিও ব্রডকাস্ট মাধ্যম ইউটিউব এর হেডকোয়ার্টারে এক মহিলা বন্ধুকধারীর গুলিতে গুরুতর আহত তিনজন। স্থানীয় সময় মঙলবার আমেরিকার কালিফোর্নিয়া’র সানব্রুনো শহরে ইউটিউব এর হেড অফিসে এক বন্দুকদারী মহিলার এলোপাথারী গুলিতে তিনজন গুরুতর আহত হয়। ঘটনাস্থলে দ্রুত পুলিশ গিয়ে বন্দুকধারী মহিলাকে মৃত অবস্থায় উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, বন্দুকদারী মহিলা নিজের গুলিতেই আত্নহত্যা করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের মধ্যে দু’জনের অবস্থা খুবই আশংকাজনক।
ঘটনাস্থলের পাশেই একটি ক্যাফের ভেতরে থাকা একজন প্রত্যক্ষদর্শী মিডিয়াকে বলেন, “আমি তখন ক্যাফেতে বসা ছিলাম। হঠাৎ বেলুন ফুটার মতো কয়েকটা আওয়াজ আসলো, ভাবলাম বেলুনই হয়তো। কিন্তু তারপরপরই একসাথে অনেকগুলো বন্দুকের গুলির শব্দ কানে আসলো। সাথে সাথে সবাই চিৎকার করতে করতে বাহির হবার উদ্দেশ্যে দরজায় ভীর জমালো।”
ভাদিম নামের একজন ইউটিউব কর্মচারী নিজের টুইটারে সেই মুহুর্তেই টুইট করেন ” এক্টিভ বন্দুকদারী অফিসের ভেতরে। গুলাগুলির শব্দ শুনা যাচ্ছে। দেখলাম বাহিরে মানুষ ছুটাছুটি করছে। এই মুহুর্তে আমি রুমে আটকে আছি সহকর্মীদের সাথে”
তার কিছুক্ষণ পরই ভাদিম আবারো টুইট করেন “আমরা নিরাপদ”
আরেকজন ইউটিউব মহিলা কর্মচারী বলেন,
“গুলাগুলির সময় কে কার আগে বের হবে সেই চেষ্টা করছিলেন সবাই।”
তিনি তখন একটি কলিং কনফারেন্সে ছিলেন সহকর্মীর সাথে। তখনই গুলাগুলির আওয়াজ, মানুষের চিৎকার শুনতে পান।
২০০৫ সালের ফেব্রুয়ারীতে ইউটিউব প্রতিষ্টা হয়। মাত্র কিছুদিনের মধ্যেই ইউটিউব বিশ্বের সেরা অনলাইন ভিডিও সাইট হিসেবে স্থান পায়। প্রায় এক হাজার সাতশো মানুষ চাকুরী করেন এই ইউটিউব এড অফিসে।