ইউজিসি পাবলিক ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক এর মায়ের মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক প্রকাশ
একুশে জার্নাল
নভেম্বর ১৮ ২০১৮, ১২:২৫
তরিকুল শাওন, নোবিপ্রবি প্রতিনিধি:
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক জনাব মো. কামাল হোসাইন এর মাতা আনোয়ারা বেগম বুধবার (১৪ নভেম্বর ২০১৮) রাত ২.৪৫টায় ঢাকা’র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। এক শোকবার্তায় তিনি নিহতের রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।