ইউকে ফটিকছড়ি কমিউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা
একুশে জার্নাল
মে ২১ ২০১৯, ১৬:৫৯

ইউকে (লন্ডন) অবস্থানরত ফটিকছড়ি প্রবাসীদের সংগঠন ” ফটিকছড়ি কমিউনিটি”র উদ্যোগে এক ইফতার মাহফিল গত ১৯মে স্থানিয় ফিস্ট এন্ড মিস্টি রেস্তোরায় অনুষ্ঠিত হয়।
ইসহাক চৌধুরী’র সভাপতিত্বে ও আকতারুল আলম’র সঞ্চালনায় ইফতার মাহফিল শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন হোসাইনুল হেলাল ।
এতে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন মাওলানা মোহাম্মদ সায়েদ ইমরান ।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তাগণ বলেন, পবিত্র মাহে রমজান আল্লাহর হক আদায়ের পাশাপাশি মুসলমানদের ঐক্য ও সংহতি বিনির্মাণের মাস। এ মাসে মুমীনরা পরস্পর সহযোগিতা, দান ও সাদাকার মাধ্যমে ঐক্য ও সংহতি গড়ে তোলতে তৎপর হয়।
এছাড়াও সংগঠনের সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মসূচী নির্ধারণ এবং বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন কমিউনিটি নেতা ব্যারিস্টার আলী রেজা, কাজী মোহাম্মদ ফয়েজুল আলম, অনুপম সাহা, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ি মাসুদুর রহমান, ব্যারিস্টার গনি উল্লাহ, ব্যারিস্টার আব্বাস উদ্দিন, মোহাম্মদ জব্বার, আরিফ সোবহান, সৈয়দ রাসেল, আজমল করিম, মোহাম্মদ আলী তালুকদার, মোহাম্মদ আলম চৌধুরী, সরওয়ার হোসাইন।
উপরিউল্লিখিত আলোচকগণ ফটিকছড়ির অবহেলিত মানুষদের জন্য জনসেবামূলক কাজ করার প্রত্যয় ও কর্মসূচীর কথা ব্যক্ত করেন।
ইফতার মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আনিসুর রহমান মজুমদার, শওতক মাহমুদ টিপু, সেলিম আলম, সাজ্জাদুল আলম, মোহাম্মদ হোসেন, আবু নসর তালুকদার, আবদুল্লাহ আল মোবারক, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ ইয়াকুব চৌধুরী, ইব্রাহিম জাহান, সাইফুল আজম, জাহিদুল আলম মাসুদ, ইয়াসিন আলতাফ, আজিজুর রহমান, করিম উদ্দিন, মোহাম্মদ হাসান মনজু, একরামুল হক, নুরুল আলম।